দেশ-বিদেশের বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার অপহরণ মামলায় আগামী ২ মে শুনানীর দিন পুনরায় নির্ধারণ করেছেন আদালত।
বুধবার সকালে রাঙামাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী’র আদালতে কল্পনা অপহরণ মামলার শুনানীতে পুলিশ সুপারের প্রতিবেদনের উপর বাদী পক্ষ না রাজি দিয়ে মামলার পুনরায় বিচার বিভাগীয় অথবা আলাদা প্রাতিষ্ঠানিক তদন্তের আবেদন জানালে আদালত এ আদেশ দেন।
গেল বছর ৭ সেপ্টেম্বর রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান কল্পনা অপহরণের তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করলে মামলার বাদী কল্পনার বড় ভাই কালিন্দী কুমার চাকমা নারাজী আবেদন দেন। এই আবেদনের উপর গত ১০ জানুয়ারী শুনানী অনুষ্ঠিত হয়। এতেও কোন আদেশ না দিয়ে ২২ মার্চ শুনানীর দিন ধার্য করেন।
কল্পনার চাকমার মামলার আইনজীবি রেজাউল করিম চৌধুরী জানান,মামলায় পুলিশের যে চুড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে তা যথাযথ নয় এবং তা ন্যায় বিচারের পরিপন্থী। মামলার শুনানীর সময় চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, রাণী ইয়ান ইয়ান, কল্পনার বড় ভাই কালিন্দি কুমার চাকমাসহ আইনজীবিরা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।
উল্লেখ্য ১৯৯৬ সালের ১১ জুন গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনার নিজ বাড়ি থেকে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। আলোচিত এ ঘটনায় দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় উঠে। ঘটনার পরদিন ১৩ জুন বাঘাইছড়ি থানায় বাদী হয়ে মামলা করেন কালিন্দী কুমার চাকমা। এ মামলার ৩৯তম তদন্তকারী কর্মকর্তা হিসেবে গত ৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করলে এ প্রতিবেদন প্রত্যাখান করে নারাজী আবেদন দিয়ে অধিকতর তদন্তের দাবী জানান মামলার বাদী কালিন্দী কুমার চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.