পানছড়িতে নারী ও শিশু মৃত্যুর হার শুন্য করতে ইপসা’র কর্মশালা

Published: 22 Mar 2017   Wednesday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নারী ও শিশু মৃত্যুর হার শূন্যর কোটায় আনতে বুধবার পানছড়িতে বেসরকারী সমাজ উন্নয়ন সংগঠন ইপসা’র উদ্যোগে এক শো-প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) কর্তৃক বাস্তবায়িত গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তা এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহযোগীতায় ষ্ট্রেংদিং হেলথ আউটকামস ফর ওমেন এন্ড সিলড্রেন (শো-প্রকল্প) প্রকল্পের উপজেলায় পর্যায়ে এ অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে আয়েজিত এ  অবহিতকরন সভায় প্রধান অতিথি ছিলেন-পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিকর সভাপতিত্বে  বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ইমরানুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগ ময় চাকমা, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নুতন ধন চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, লোগাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতুত্তর চাকমা, চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় চাকমা,সাবেক চেয়ারম্যান সুব্রত চাকমা, সাবেক ইউপি সদস্য রোজী আকতার প্রমূখ।

 

স্বাগত বক্তব্য রাখেন ইপসা-শো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার মোঃ হাবিবুর রহমান । কর্মশালা সঞ্চালনা করেন ইপসার ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুল হালিম ও নিপা তালুকদার।

 

 র্মশালায় জানানো হয়, পানছড়িতে পাচঁটি ইউনিয়নের মধ্যে বসবাসরত দারিদ্রপিড়িত ও উচ্চ-স্বাস্থ্র্য  ঝুকিতে রয়েছে  এমন গর্ভধারণ সক্ষম নারী, গর্ভমতি মা, কিশোরী মেয়ে এবং নবজাতক ও পাচঁ বছরের নিচে শিশুদের নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ প্রকল্পে মাধ্যম কাজ করা হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা সকলে সন্মিলিতভাবে এগিয়ে এসে নারী ও শিশু মৃত্যুর হার শূণ্যর কোটায় আানার লক্ষ্যকে সমানে রেখে কাজ করার আহবান জানান। তিনি বলেন, প্রদত্ত স্বাস্থ্য সেবা বিষয়ে গণসচেতনা সৃষ্টি করতে হবে। স্বাস্থ্য সচেতন হলে মাতৃ ও শিশু মৃত্যু হ্রাসসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হবে। তিনি সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারী বেসরকারী সকল পর্যায়ে যার যার অবস্থান থেকে এগিয়ে  আসতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত