কাপ্তাই বাঁধ জুম্ম জনগণের মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছিল-সন্তু লারমা

Published: 19 Mar 2017   Sunday   

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) কাপ্তাই বাঁধ জুম্ম জনগণের মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছিল উল্লেখ করে বলেছেন, ১৯৬০ সালের কাপ্তাই বাধেঁর কারণে পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বধিঞ্চু অঞ্চল জলমগ্ন হয়ে যায়। তখন সমগ্র পার্বত্যঞ্চলের জীবন ধারার উপর বিপর্যয় নেমে আসে। তারপরও সেই বিপর্যয়ের সাথে মুখোমুখি হয়ে সমস্ত জুম্ম জাতি আরো আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে।


রোববার রাঙামাটিতে আদিবাসী কবি ও সাহিত্যিক প্রমোদ বিকাশ কারবারীর চাকমা (ফেলাজেয়া চাকমা) কাব্যগ্রন্থ ও আদিবাসী ব্যক্তিত্বদের জীবন কাহিনী গ্রন্থের মোড়ক উন্মোচনকাল তিনি এ কথা বলেন।


উল্লেখ্য, চাকমা ভাষার পাশাপাশি বাংলা ও ইংরেজীতে অনুবাদ করা আদিবাসী কাব্যগ্রন্থ কিযিঙৎ পুগোবেল পার্বত্য চট্টগ্রামে এটাই প্রথম। এছাড়া পার্বত্য চট্টগ্রামের ২২জন আদিবাসী ব্যক্তিত্বের যারা বিশেষ অবদান রেখেছন তাদের জীবন কাহিনী নিয়ে লেখা আলোর পথ দেখালো যারা গ্রন্থটিও পার্বত্য চট্টগ্রামের প্রথম গ্রন্থ।  এ দুটি গ্রন্থের প্রকাশক হচ্ছেন ইন্টু মনি তালুকদার এবং রেগা প্রকাশনী থেকে প্রকাশিত।


সন্তু লারমা আরো বলেন, এই দুটি গ্রন্থে পার্বত্য চট্টগ্রামের সমগ্র জীবন ধারা, দর্শন ও অধিকারের বাস্তবতার কথা ফুটে উঠেছে। পাশাপাশি এ দুটি গ্রন্থের মাধ্যমে জীবনকে উজ্জীবিত করে জুম্ম জনগণের স্বাধিকার,অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক কিছু খুজে পাওয়া যাবে। এ দুটি গ্রন্থ পার্বত্য চট্টগ্রামের সাহিত্য ও ইতিহাসের বিষয়ে বর্তমান তরুন প্রজন্মেও কাছে উপকারে আসবে।


শহরের শাবারাং রেষ্টুরেন্টে আয়োজিত সাবেক উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। এতে বক্তব্যে রাখেন কবি শিশির চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, এমএন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন গ্রন্থের লেখক প্রমোদ বিকাশ কারবারী(ফেলাজেয়া চাকমা)। অনুষ্ঠানে আদিবাসী সাহিত্যিক, কবিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শুরুর আগে চাকমা কাব্যগ্রন্থ কিযিঙৎ পুগোবেল ও আদিবাসী ব্যক্তিত্বদের জীবন কাহিনী গ্রন্থ আলোর পথ দেখালো যারা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সন্তু লারমা। অনুষ্ঠান শেষে প্রমোদ বিকাশ কারবারী(ফেলাজেয়া চাকমা) তার স্বরচিত কবিতা পাঠ করে শুনান।


সন্তু লারমা তার বক্তব্যে আক্ষেপ করে বলেন, রাঙামাটির স্বভাব,চরিত্র, সৌন্দর্য্য ও তার বাস্তবতা আজকে হারিয়ে গেছে। আজকে রাঙামাটি মনে হয় আমার রাঙামাটি নয়। এই রাঙামাটি আজকে আগের মত আর নেই।


চাকমা জাতির বীর যোদ্ধা ও সেনাপতি রনু খান ব্রিটিশদের সাথে সর্বোচ্চ দিয়ে লড়াই করেছেন এবং আত্নসর্মপণ করেননি এই গ্রন্থে বলা হয়েছে তার উল্লেখ করে তিনি রনু খানের মত প্রত্যেক জুম্ম জাতির নর-নারীকে কোন দিনই পরাজয় বরণ না করে নিজেদের অধিকারের জন্য আরো বেশী সক্রিয় হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত