রাঙামাটিতে ভোকেশনাল ইনষ্টিটিউটের অধ্যক্ষের অপসরানের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Published: 16 Mar 2017   Thursday   

রাঙামাটি সরকারী টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম দুই ছাত্রীকে উত্ত্যোক্ত ও নানা হয়রানী করার প্রতিবাদে ও তার অপসরানের দাবীতে বৃহস্পতিবার মানবন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

 

শহরের দেবাশীষ নগর এলাকার গতকাল সকালের দিকে রাঙামাটি সরকারী টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউটের সামনে শিক্ষার্থীরা মানবন্ধন করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মাঝখানে বসে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে অধ্যক্ষের অপসারনের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ জানায়। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নিজাম উদ্দীন আহমেদ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তদন্তে করে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে শ্রেনী কক্ষে চলে যায়।


শিক্ষার্থীদের অভিযোগ টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউটের অধ্যক্ষ রেজাউল করিম দুই ছাত্রীকে এককভাবে রুমে ডেকে নিয়ে অন্যদের বের করে দিয়ে রুম বন্ধ করে নানানভাবে উত্ত্যোক্ত করা ছাড়াও তার কথা না শুনলে পরীক্ষায় ফেল করে দেওয়ার হুমকি দিতেন ও রাতের বেলায় মোবাইলে ফোন করে বিরক্ত করতেন। আমরা এ ধরনের শিক্ষক চায় না, তার অবশ্যই অপসরণ চাই।


তবে রাঙামাটি সরকারী টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউটের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম এ অভিযোগ সম্পূর্ন মিথ্যা বলে দাবী করে বলেন,গেল বুধবার ৫ থেকে ৬ জন ছাত্র ক্লাশে জুতা পড়ে না আসায় তাদের শ্রেনী কক্ষ থেকে বের করে দিয়ে ২০ মিনিটের মধ্যে জুতা পড়ে আসার জন্য বলা হয়। এতে ওই শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে এ ধরনের অভিযোগ করছে। এছাড়া এসএসসি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থীকে ফরম পূরণ করতে না দেয়াতে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত