সারাদেশের ন্যায় বুধবার খাগড়াছড়িতেও কচিকাঁচা-বম্বে সুইটস স্বাধীনতার গান নিয়ে শিশুদের দিনব্যাপি সংগীত প্রতিযোগিতা শুরু হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমী হলে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমীন, প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
এসময় জেলা শিল্পকলা একাডেমীর সা: সম্পাদক জীতেন বড়–য়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষাণু চৌধুরী, খাগড়াছড়ি শিল্পী সংসদ সভাপতি শিল্পী আবুল কাশেম এবং বম্বে সুইটস’র আঞ্চলিক কর্মকর্তা সঞ্জয় দাশ বক্তব্য রাখেন।
উদ্বোধনী সভায় বক্তারা শিশু শিল্পীদের বেশী বেশী করে মুক্তিযুদ্ধের গান, স্বাধীনতার গান এবং দেশের গান চর্চার মধ্য দিয়ে শিল্পী জীবন বিকাশের আহ্বান জানান।
প্রতিযোগিতায় জেলার প্রথম থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম থেকে অষ্ঠম শ্রেণীর দুই শাখায় শতাধিক শিশু শিল্পী অংশ নেয়। দৈনিক সমকাল এবং এটিএন বাংলা প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে অংশ নিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.