আনন্দ-উচ্ছাস আর বর্ণিল আয়োজনে শনিবার রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের নতুন ও প্রাক্তন ছাত্রীরদের মিলন মেলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা সমাজ জীবনে মানুষে মানুষে যে দ্বন্ধ সংঘাত,জাতি,সম্প্রদায় শ্রেনী ও লিঙ্গগত বৈষম্য রয়েছে তা বাস্তব শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দুর করতে পারে বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার আন্দোলন ঘটে ১৯১৫ সালে গঠিত চাকমা যুবক সমিতির নেতৃত্বে। পরবর্তীতে অমুসলিম অধ্যূষিত পার্বত্য অঞ্চল পাকিস্তানে অন্তর্ভূক্ত করা হয়। ১৯৬০ সালে কাপ্তাই বাধের কারনে পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক, সমাজ জীবনে, শিক্ষা অঙ্গনে বিপর্ষয় বয়ে আনে। এরপর প্রয়াত সাংসদ মানবেন্দ্র নারায়ন লারমা নেতৃত্বে আবারও নতুন করে শিক্ষা আন্দোলন শুরু করা হয়। সেই ধারবাহিকতায় আজকে পার্বত্যাঞ্চলে শিক্ষার বিস্তৃতি ঘটেছে।
তিনি অভিযোগ করে বলেন, এদেশের শাসনব্যবস্থা গণমুখী না হওয়ায় পার্বত্য অঞ্চলের শিক্ষাবব্যস্থা আজও যথাযথ নয়। এখানকার প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনেক কিছু আড়াল করে রাখা হয়।
‘এসো মিলি প্রাণের উচ্ছাসে’ এমন শ্লোগানে বিদ্যালয় প্রাঙ্গনে সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক এবং সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান।
বক্তব্যে রাখেন বিদ্যালয়টির প্রাক্তন প্রধান শিক্ষক অঞ্জুলিকা খীসা, নিরূপা দেওয়ান ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুজিবুল হকের কন্যা কাওসার জাহান ফরিদা মনি। স্বাগত বক্তব্য রাখেন, উদযাপন কমিটির সদস্যসচিব ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা। অনুষ্ঠানশেষে বিদ্যালয়টির ৫০ জন প্রাক্তন কৃতি শিক্ষক ও ছাত্রীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি সন্তু লারমা। সম্মাননা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৩টায় আয়োজন করা হয় স্মৃতিচারণের।
সুবর্ণ জয়ন্তী উৎসবে বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষক, ছাত্রী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও আমন্ত্রিতদের অংশ গ্রহণ করেন।
এর আগে গেল শুক্রবার রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের গৗরবের ৫০ বছরের দু’দিনব্যাপী সুবর্ণজয়ন্তীর পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন, পার্বত্যাঞ্চলের শিক্ষাব্যবস্থা এখনও বাস্তবমুখী হতে পারেনি। এখানে গণমুখী শাসনব্যবস্থা নেই। ফলে এখানকার শিক্ষাব্যবস্থা নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এখানে শিক্ষক নিয়োগ দেয়া হয় যাচাই বাছাই ছাড়া দুর্নীতির মাধ্যমে। এ অবস্থার উত্তরণে দরকার গণতান্ত্রিক ও অসা¤প্রদায়িক শাসনব্যবস্থার প্রতিষ্ঠা।
উল্লেখ্য, ১৯৬৬ সালে শহরের তবলছড়িতে প্রতিষ্ঠিত রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়টির সরকারিকরণ হয় ১৯৭৪ সালে। গেল ৫০ বছরে জাতীয় পর্যায়ে তিনবার শ্রেষ্ট হয় বিদ্যালয়টি। এছাড়ায় জাতীয় হ্যান্ডবল টিম প্রতিযোগিতায় চারবার চ্যাম্পিয়ন এবং গার্লস গাইডে দুইবার শ্রেষ্ট হয় বিদ্যালয়টি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.