রাঙামাটি শিশু নিকেতনের বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান

Published: 09 Mar 2017   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান অতিরিক্ত সচিব  তরুনণ কান্তি  ঘোষ। রাঙামাটি শিশু নিকেতন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদের প্রথম চেয়ারম্যান গৌতম দেওয়ানের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন রাঙামাটি  পার্বত্য পরিষদের সদস্য হাজী মোঃ মূছা মাতব্বর. বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সুনীল কান্তি দে, নিরুপা দেওয়ান, সদস্য মনিরুজ্জামান মহসিন, রানা, এস.এম. হামিদ, রাঙামাটি মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ বেবী  ত্রিপুরা এবং বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয়ে অর্ধশতাধিক কোমলমতী ছাত্র-ছাত্রী যেমন খুশি তেমন সাজে সজ্জিত হয়ে  প্রতিযোগিতায় অংশ নেয়।

 

প্রধান অতিথির বক্তব্যে তরুন কান্তি ঘোষ আলোকিত প্রজন্ম বিনির্মানে রাঙাামাটি শিশু নিকেতনের শিক্ষাদান কার্যক্রমের প্রশংসা করে বলেন একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্বেও এই বিদ্যালয়  সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে  বানিজ্যিক মনোভাব ত্যাগ  করে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিদ্যালয়ে সামগ্রিক উন্নয়নে সহায়তা প্রদানের প্রতিশ্র“তি দিয়ে তিনি বলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিদ্যালয়ের পূর্ণ একাডেমিক ভবন নিমূানের অবশিস্ট কাজ বাস্তবায়ন করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত