বুধবার আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র্যালী ও আলোচনা সভা করেছে বিভিন্ন সংগঠন।
খাগড়াপুর কমিউনিটি সেন্টারে গিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি ও মহালছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কাকলি খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিতা ত্রিপুরা, সহ-সাংগঠনিক সম্পাদক দুর্গারনী চাকমা।
এর আগে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন উপজেলা কমিটি খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ার সংলগ্ন এম এন লারমা ভাস্কর্য থেকে র্যালীটি শুরু বের করে র্যালিটি শহরের শাপলা চত্তর হয়ে কোট বিল্ডিং ঘুরে খাগড়াপুর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।
অপরদিকে “নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ সেøাগানে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে আর্ন্তজাতিক নারী দিবস পালন করেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল হক। এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দীন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিস শারমিন উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের শাপলা চত্ত্বর ঘুরে প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালীতে বিভিন্ন সামাজিক সংগঠন,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.