বরকলে তুলা চাষীদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Published: 08 Mar 2017   Wednesday   

বরকল উপজেলায় তুলা চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে  তুলাচাষী উদ্বুর্ধকরণ শীর্ষক দিন ব্যাপী মাঠ দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে তুলা উন্নয়ন বোর্ডের ইউনিট কর্মকর্তা মোঃ আবদুর রউফ সভাপতিত্বে অ সভায় প্রধান অথিতি ও প্রশিক্ষক ছিলেন জেলার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমা। বক্তব্য রাখেন তুলা চাষী অপূর্ব মিত্র চাকমা। সভায় ৩০জন চাষী অংশ গ্রহন করেন।

 

জেলা কর্মকর্তা পরেশ চন্দ্র চাকমা জানান- উপজেলায় পাহাড়ী তুলা ৮৪৬ হেক্টর  আর সমতল তুলা ২২ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে। আগামী বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এ প্রশিক্ষণ করা হচ্ছে বলে প্রশিক্ষক পরেশ চন্দ্র চাকমা জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত