বুধবার বিলাইছড়িতে পৃথক পৃথক আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইকরামুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ তাজুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়ুয়া।
বক্তব্য রাখেন, বিলাইছড়ি আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজ. মোনালিসা পাংখোয়া ও সিআইপিডি’র সিএম সুজন কুমার তঞ্চঙ্গ্যা। স্বাগত বক্তব্যে রাখেন উপজেলা ইউসিসি লিমিটেডের সভানেত্রী রিতা চাকমা।
এদিকে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি বিলাইছড়ি থানা শাখার উদ্যোগে র্যালীসহকারে উপজেলা শিল্পকলা একাডেমীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি বিলাইছড়ি থানা শাখার সভাপতি অরুনা দেবী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেলা শাখার সদস্য কানন কুসুম তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মিজ. শ্যামা চাকমা, ১নং বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২নং কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান অমর জীব চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বিলাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক বীরোত্তম তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি চন্দ্রলাল চাকমা (রাহুল), সাংগঠনিক সম্পাদক টিপু চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি চাত্র পরিষদ বিলাইছড়ি থানা শাখার সভাপতি মিলন কুসুম তঞ্চঙ্গ্যা।
পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সহ-সাধারণ সম্পাদক স্বপ্না তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা সমিতির সাধারণ সম্পাদক উৎপলা চাকমা।
বক্তারা বলেন, সরকার সকল ক্ষেত্রে পাহাড়ীদের বৈষম্য করে চলছেন। পাহাড়ে জুম্ম নারীরা ধর্ষনের শিকার হলেও অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রয়োগ করা হচ্ছে না। আইনের মধ্যদিয়েও সরকার জুম্মদের বৈষম্য রেখে চলছেন। সরকার জুম্মদের প্রশাসনিকভাবে বৈষম্য করার কারণে আজ আমাদের পৃথকভাবে দিবস পালন করতে হচ্ছে বলে অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.