ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতার লক্ষ্যে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা

Published: 08 Mar 2017   Wednesday   

আগামী ২৩-২৬ মার্চ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে খাগড়াছড়ি-রাঙামাটি ও বান্দরবান জেলা পর্যন্ত ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতা অনুষ্ঠানের বুধবার রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও তিন পার্বত্য জেলা পরিষদের যৌথ আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে সভার সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন এর পরিচালনায় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ লোকমান আহমেদ, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাফিউল সারোয়ার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রফিকুল হক, বিজিবি কর্মকর্তা মোঃ  মাহমুদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, বাংলাদেশ এ্যাডভেঞ্চার ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান, রোভার স্কাউটস এর সম্পাদক নূরুল আবছার, জেলা স্কাউটস এর সম্পাদক মোঃ ইলিয়াছ আযম, সওজ এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু।

 

সভায় ২৫মার্চ সকালে খাগড়াছড়ি হতে বাইক প্রতিযোগিরা রাঙামাটির উদ্দ্যেশে রেস আরম্ভ করে রাঙ্গামাটি জিমনেসিয়ামে এসে রাত্রি যাপন করবে। ২৬মার্চ সকালে জিমনেসিয়াম থেকে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে আসামবস্তী-কাপ্তাই-লিচুবাগান-ফেরীঘাট হয়ে বান্দরবানের উদ্দেশ্যে রেস আরম্ভ করবে ও বান্দরবানে গিয়ে এ রেস শেষ হবে। এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

 

সভায় এ উপলক্ষে ২৬মার্চ সকালে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করারও সিদ্ধান্ত গৃহীত হয়। ২৫ ও ২৬মার্চ বাইক প্রতিযোগিদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ভলান্টিয়ার সার্ভিস ও যানবাহনের সুবিধা প্রদানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিজিবি, স্বাস্থ্য বিভাগ, জেলা ক্রীড়া সংস্থা ও রোভার স্কাউটস ও সাধারণ স্কাউটসদের নিয়োজিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত