পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পরা জনগোষ্ঠিদের আর্থ সামাজিক উন্নয়নে সেনা বাহিনী কাজ করে যাচ্ছে।
রাঙামাটি রিজিয়নের অর্থায়নে বুধবার জুরাছড়ি সেনা জোন দপ্তরে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় স্থানীয় কৃষকদের জন্য গৃহিত আর্দশ সেচ প্রকল্পের আওয়াতায় কৃষকদের মাঝে সেচ পাম্প মেশিন বিতরণ কালে জোন অধিনায়ক কেএম ওবায়দুল হক এসব কথা বলেন।
এ সময় জোন উপ অধিনায়ক সম্রাট তানভীর রহমান, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী সফিকুল ইসলাম, সেকেন্ড লেঃ এস.এমসাদনান সৌমিক শুভ, হেডম্যান করুনা ময় চাকমা, থানা এএসআই মোঃ মাঈন উদ্দিনসহ স্থানীয়গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক আরো বলেন, এ সব মেশিন যথাযথ ব্যবহার করে কৃষি উন্নয়নে বিপ্লব ঘটাতে হবে। নিজেদের অভাব অনটন দূর করে সম্মিলিত ভাবে কর্মমূখী ও এলাকায় উন্নয়নে অংশগ্রহন করে স্থায়ী শান্তির প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় সন্তোষ বিকাশ চাকমা বলেন, সেনা বাহিনী বসবাসরত জনগোষ্ঠীর নিরাপত্তার পাশাপাশি গরিব ছাত্র-ছাত্রীদের শিক্ষা অনুদান, বিভিন্ন শিক্ষা, ধমীয় প্রতিষ্ঠান উন্নয়নে সহযোগীতা প্রদান করে যাচ্ছে। এছাড়া আর্দশ সেচ প্রকল্প বাস্তবায়নে শতাধিক পরিবারের এ বছর থেকে বোরো চাষ নিশ্চিত করা হলো।
উল্লেখ্য বনযোগীছড়া ইউনিয়নের ৪৬ জন জলেভাসা বোরো চাষীদের মধ্যে ৫ দলে বিভক্ত করে প্রতি দলকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্য পাম্প মেশিন বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.