রাঙামাটিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩দিনের কর্মসূচী

Published: 08 Mar 2017   Wednesday   

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার উদ্যোগে ৩দিনের কর্মসূচী গ্রহন করা হয়েছে।


বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৪ ও ১৫ মার্চ ২দিনব্যাপী শিশু কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৪ ও ১৫ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হবে।


১৭মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,বিকাল সাড়ে ৩টায় রাঙামাটি কলেজ প্রাঙ্গন হতে বঙ্গবন্ধুর স্মৃতি ভাষ্কর্য্য পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী, বিকাল ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত