বিলাইছড়িতে আত্ম-কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ

Published: 07 Mar 2017   Tuesday   

মঙ্গলবার বিলাইছড়িতে আত্ম-কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের লক্ষে বিলাইছড়িতে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

 

উপজেলা পরিষদ অফিসে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মু. ইকরামুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য বলাকা রানী চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মিজ. সুবর্ণা বাড়ৈ প্রমুখ।


উল্লেখ্য, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি-এলজিইডি) বরাদ্দ হতে ১২জন হতদরিদ্র মহিলার মাঝে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয় এবং ৩টি মেশিন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাই প্রকল্পে হস্তান্তর করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত