মঙ্গলবার খাগড়াছড়িতে ৭ই মার্চ উপলক্ষে পতাকা উত্তোলন, র্যালী, বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য্যে পুস্পমাল্য অর্পনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আ’লীগের বিভক্ত দুগ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।
জেলা পরিষদ কমিউনিটি কাম ট্রেনিং সেন্টার থেকে আ’লীগের অপর অংশ একটি র্যালী বের করে পৌর টাউন হল প্রাঙ্গণে এসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কনে।পরে বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্য্যে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা করেন।
এসময় খাগড়াছড়ি জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা, সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল প্রমূখ উপস্থিত ছিলেন।
অপর দিকে জেলা শহরের নারিকেল বাগান সড়কে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে র্যালী করা হয়। পরে জেলা আওমীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এসএম শফি’র নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শাপলা চত্ত¡র ঘুরে পৌর টাউন হলে গিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি ভার্স্কয্যে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.