৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবসকে সামনে রেখে মঙ্গলবার খাগড়াছড়িতে মানববন্ধন,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা ও খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে পেরাছড়া ইউনিয়নের কৃষি গবেষনা এলাকায় খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয়ের সামনে আধা ঘন্টা ব্যাপি মানববন্ধন করা হয়। এতে খাগড়াছড়ির বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা ও খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে একটি র্যালী বের করে খাগড়াছড়ি আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভার করা হয়।
আলোচনা সভায় নারী নির্যাতন,নারীদের অবহেলা এবং নারীরা বিষয়ে বৈষম্যের শিকারসহ বিভিন্ন বিষয়ের প্রতিকার চেয়ে বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা জাবারাং এর পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, টিআইবি`র খাগড়াছড়ির এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আকন্দ, সাংবাদিক প্রদীপ চৌধুরী, নারী নেত্রী ইন্দিরা দেবী চাকমা,উন্নয়ন কর্মী ও নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা। সভায় সভাপতিত্ব করেন কাবিংদার এর পরিচালক লালসা চাকমা।
বক্তারা আরো বলেন,গেল ২৭ ফেব্রুয়ারী খাগড়াছড়ি শহরের আরাম বাগ এলাকায় নৃশংসভাবে কলেজ ছাত্রী ইতি চাকমাকে গলা কেটে হত্যা করা হয় যার রহস্য সরকার এখনো খোজ পায়নি। বক্তারা দ্রুত ইতি চাকমার হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.