বৈসুক-সাংগ্রাই-বিজু-বিষু-বিহু ও বাংলা নববর্ষ উদযাপনের লক্ষে জেলা পরিষদের প্রস্তুতি সভা

Published: 07 Mar 2017   Tuesday   

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসুক-বিষু-বিহু ও বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে সভার সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সবির কুমার চাকমা, সাধন মনি চাকমা, চানমুনি তংচঙ্গ্যা, থোয়াইচিং মারমা, সান্তনা চাকমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, মনোয়ারা আক্তার জাহান, রেমলিয়ানা পাংখোয়া, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, প্রশাসনিক কর্মকর্তা মনোতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’সহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় পার্বাত্য চট্টগ্রামর পাহাড়ী সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসুক-বিষু-বিহু ও বাংলা নববর্ষ  উদযাপনের লক্ষ্যে আগামী ৬ এপ্রিল বিকাল ৪টায় রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ  থেকে সাংস্কৃতিক ইন্সটিটিউট পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী এবং র‌্যালী পরবর্তী আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

সভায় পরিষদ  চেয়ারম্যান জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদের সম্পৃক্ত করে গেল বছরের ন্যায় এবছরও সুন্দরভাবে অনুষ্ঠান করতে সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত