খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

Published: 06 Mar 2017   Monday   

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে খাগড়াছড়িতে সোমবার হরতাল সকাল-সন্ধ্যা শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে।

 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি মেডিকেল কলেজে নিয়োগ ও ভর্তিতে বাঙালী কোটা চালু,সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বাতিলসহ ৮ দফা দাবিতে এ হরতাল কর্মসূচি আহবান করা হয়।

 

হরতালের কারণে খাগড়াছড়ি শহর থেকে দুরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। অভ্যন্তরীন সড়কেও যানবাহন চলাচল বন্ধ ছিল। দোকানপাটও খোলেনি। বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা গেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকদের। তবে ঢাকা থেকে আসা নৈশবাসগুলো পুলিশী নিরাপত্তায় খাগড়াছড়িতে পৌছানো হয়। হরতাল চলাকালে  জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান শান্তি পূর্নভাবে হরতাল পালিত হয়েছে। হরতালের কারনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত