আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়-দীপংকর তালুকদার

Published: 05 Mar 2017   Sunday   

আওয়ামীলীগের  কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সাবেক  পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, বর্তমান আওয়ামীলিগ সরকার বিভিন্ন খাতে উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে আওয়ামীলিগকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহবান জানান তিনি।

 

রোববার রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের ভূষণছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভূষণছড়া ফারুখই আজম দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন ও এরাবুনিয়া মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

 

উপজেলা যুব লিগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ছোট হরিণা ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আতিক ওলামা লীগের সভাপতি ওসমান গণি জেলা আওয়ামীলিগের যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা তথ্য গবেষণা সম্পাদক রফিকুল মাওলা জেলা পরিষদের সদস্য সুবির কুমার চাকমা উপজেলা আওয়ামীলিগের সভাপতি মোঃ নজরুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাছান সহ ছাত্রলীগ যুবলীগ ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।  আলোচনা সভা শেষে এলাকার দুঃস্থ গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করেন দীপংকর তালুকদার।

 

দীপংকর তালুদার আরো বলেন,পার্বত্যঞ্চলের বিদ্যুৎ উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ৬শ কোটি বরাদ্দ দিয়েছেন। প্রতিশ্রæতি অনুযায়ী প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার ব্যবস্থা করছেন। এছাড়াও কর্নফুলি নদীর খনন ও পার্বত্যঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে তিনি আবার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত