ইতি চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দীঘিনালায় বিক্ষোভ

Published: 28 Feb 2017   Tuesday   

খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দীঘিনালায় বিক্ষোভ-মিছিল করেছে হিলউইমেন্স ফেডারেশন।

 

মঙ্গলবার হিলউইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখর দপ্তর সম্পাদক জুঁই চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মঙ্গলবার হিলউইমেন্স ফেডারেশন দীঘনালা শাখার উদ্যোগে সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ-মিছিলটি দীঘিনালা সদরের বাবু পাড়া থেকে শুরু হয়ে দীঘিনালা বাজারের বাস স্টেশন প্রদক্ষিণ করে আবারও বাবু পাড়ায় গিয়ে শেষ হয়। এসময় পোষ্টার ও স্লোগানে ইতি চাকমার হত্যাকারীদের গ্রেফতা ও বিচারস হবিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
এদিকে হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা ও সাধারণ সম্পাদক চৈতালি চাকমা এক প্রেস বার্তায় কলেজ ছাত্রী ইতি চাকমাকে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


প্রেস বার্তায়, কলেজ ছাত্রী ইতি চাকমাকে হত্যার ঘটনা পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত নারী ধর্ষণ, হত্যা, নির্যাতনের ঘটনারই ধারাবাহিক রূপ। অতীতে সংঘটিত কল্পনা চাকমা অপহরণসহ ধর্ষণ, হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা এ ধরনের নৃশংস ঘটনা সংঘটিত করতে অতিউৎসাহী হয়ে উঠেছে। ফলে এ ধরনের ঘটনা বাড়ছে, কমছে না।


উল্লেখ্য,গেল সোমবার রাতে খাগড়াছড়ি পৌরসভার শান্তি নগরের আরামবাগ নামক এলাকায় একটি ভাড়া বাসায় ঢুকে খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসিপরীক্ষার্থী ইতি চাকমাকে দৃর্বৃত্তরা গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত