খাগড়াছড়িতে কলেজ ছাত্রী হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পিসিপি’র

Published: 28 Feb 2017   Tuesday   
no

no

খাগড়াছড়িতে কলেজ ছাত্রী ইতি চাকমাকে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। 

 

উল্লেখ্য,গেল সোমবার রাতে খাগড়াছড়ি পৌরসভার আরামবাগে খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে গলা কেটে হত্যা করা হয়।


মঙ্গলবার পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখর দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি পৌর সভার মধ্যে পাহাড়ি কলেজ ছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় যারাই জড়িত থাকুক তাদেরকে খুঁজে বের করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। প্রেস বার্তায় উক্ত ঘটনাকে পরিকল্পিত উল্লেখ এই হত্যাকা-ের পেছনে কোন রহস্য থাকলে তা তদন্ত সাপেক্ষে উন্মোচনের জন্য ও সরকারের প্রতি দাবি জানানো হয়েছে।


বিবৃতিতে পিসিপি নেতা আরো বলেন, বর্তমান সরকার দেশের নারীসহ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীসহ সাধারণ জনগণের উপর প্রতিনিয়ত নির্যাতন, গুম, খুন, অপহরণ, হত্যা ও নারী নির্যাতন-ধষর্ণের মত ঘটনা ঘটছে। কল্পনা চাকমা অপহরণসহ এসব ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ায় নারী ধর্ষণ, হত্যা, নির্যাতনের ঘটনা বেড়ে যাচ্ছে।


প্রেস বার্তায় অবিলম্বে ইতি চাকমা হত্যার ঘটনা সুষ্ঠু তদন্ত, হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত