খাগড়াছড়িতে সহিংসতার শিকার নারীদের আত্মকর্মসংসস্থানের লক্ষে আর্থিক সহায়তা প্রদান

Published: 27 Feb 2017   Monday   

সোমবার খাগড়াছড়িতে সহিংসতার শিকার নারীদের কর্মসংস্থানের লক্ষে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ ও খাগড়াপুর মহিলা কল্যান সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।


খাগড়াছড়ির বেসরকারী স্থানীয় উন্নয়ন সংস্থা খাগড়াপুর মহিলা কল্যান সমিতির উদ্যোগে জাপানের জুম্মনেট এর সহযোগিতায় নারীর প্রতি সহিংসতার প্রতিরোধ উদ্যোগ প্রকল্পের (২য় পর্যায়) সমিতির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা। খাগড়াপর মহিলা কল্যান সমিতির সভাপতি শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা,মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কর্মকর্তা মাধবী বড়–য়া। এসময় বিভিন্ন সংগঠনের কর্মকর্তা কর্মচারী সহিংসতার শিকার ভিকটিম ও ভিকটিমের অভিবাবকেরা উপস্থিত ছিলেন।


খাগড়াপর মহিলা কল্যান সমিতির সভাপতি শেফালিকা ত্রিপুরা জানান, খাগড়াছড়ির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা খাগড়াপুর মহিলা সমিতি ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৫ জন সহিংসতার শিকার নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে আর্থিক সহায়তা প্রদান করেছে। তার ধারাবাহিকতায় এই বছর আরো ৩ জন সহিংসতার শিকার নারীকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে।

 

তিনি আরো জানান, জাপানের জুম্মনেট এর অর্থায়নে খাগড়াছড়ির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা খাগড়াপুর মহিলা কল্যান সমিতির এ প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পে সহিংসতার শিকার নারীদের আইনি সহায়তাসহ কর্মসংস্থানের লক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত