বরকলে ইউনিয়ন খাদ্য বান্ধব কমিটি ও ডিলারদের নিয়ে রোববার আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বরকল খাদ্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মন্টু মনি চাকমা। আলোচনা সভায় সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা বরকল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বড়হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা ওসিএলএসডিও নিশান চাকমা ডিলার মনোজ চাকমা মোঃ ওবায়দুল মোঃ তমীর আলী খাদ্য পরিদর্শক স্বপ্না চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার পাঁচ ইউনিয়নের কমিটির সদস্যরা ও সাংবাদিক, ইউনিয়ন পরিষদের ওর্য়াড মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা জানান, হত দরিদ্রদের জন্য প্রতি কেজি ১০ টাকায় চাউল দেয়া সরকারের এ মহতি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে। কিন্তু তালিকা নিয়ে বর্তমানে বড়ই সমস্যা সৃষ্টি হয়েছে। ইউনিয়ন খাদ্য বান্ধব কমিটি সরকারের নির্দেশ অনূযায়ী প্রতি ইউনিয়ন থেকে সর্ব নিম্ন এক হাজার পরিবারের তালিকা জমা দিয়েছে।
তার মধ্যে থেকে ৬হাজার ৫শ পরিবার তালিকা থেকে বাদ দিয়ে তার ইউনিয়নের ৩শ ৫০ পরিবারের তালিকা চুড়ান্ত করা হয়েছে। পরবর্তীতে আবারও ইউনিয়ন খাদ্য বান্ধব কমিটি ওই তালিকা পরিবর্তন করে ৩শ ১৯ পরিবারকে চুড়ান্ত ভাবে তালিকা করে এই তালিকা অনুসারে চাউল বিতরণ করা হচ্ছে। ফলে পর পর দুবার তালিকা পরিবর্তন হওয়ায় এতে অনেক স্বচ্ছল পরিবার যেমনি তালিকায় অর্ন্তভূক্ত হয়েছে তেমনি অনেক হত দরিদ্র পরিবার সরকারের এ সেবা বঞ্চিত হয়েছে বলে চেয়ারম্যানের দাবী।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মন্টুমনি চাকমা বলেন,গেল বছর সেপ্টেম্বর মাস থেকে হত দরিদ্রদের ১০ টাকার মূল্যের চাউল বিতরণ কার্যক্রম উপজেলায় শুরু হয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস এ চাউল বিতরণ করার পর বন্ধ রয়েছে।
আগামী ১মার্চ থেকে এপ্রিল পর্যন্ত দুই মাস তালিকা ভূক্ত হত দরিদ্রদের আবারও চাউল বিতরণ করা হবে। পুরাতন তালিকা অনুযায়ী চাউল বিতরণ করা হবে। সপ্তাহের শনি রবি ও সোমবার সংশ্লিষ্ট ইউনিয়নের ডিলাররা এসব চাউল বিতরণ করবেন বলে আলোচনা সভায় সিদ্বান্ত নেয়া হয় বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.