রোববার রাঙামাটি সরকারি কলেজে ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি সরকারী কলেজ মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিককমিটি (সনাক) এর সহযোগিতায় ইযুথ এনগজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) এর উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ বিধান চন্দ্র বড়ুয়া।
ইয়েস দলনেতা শান্ত চাকমার সভাপতিত্বে এসময় বক্তব্যে রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুরর হমান, প্রাণী বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পারভীন আক্তার, দর্শন বিভাগের প্রভাষক জ্যোতি লাল চাকমা, ইয়েস উপ কমিটির আহবায়ক অমলেন্দু হাওলাদার এবংইয়েস উপ কমিটির সদস্য আন্না চাকমা। অন্তর সেন শুভ ও পূর্ণা চাকমার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইয়েস সদস্য ভূবন জ্যোতি চাকমা।
কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে ইয়েস সদস্যরা টিআইবি’র কার্যক্রম, বাংলাদেশে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে ইয়েসদের ভূমিকা এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক তথ্যাদি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। কুইজ প্রতিযোগিতার শুরুতে রাঙামাটি সরকারি কলেজে ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে উন্মুক্ত প্রশ্ন ও উত্তরের মাধ্যমে ১০ জনকে বাছাইয়ের মাধ্যমে চুড়ান্ত অংশগ্রহণ কারীনির্বাচিত করা হয়। উক্ত ১০ জন অংশগ্রহণকারীদের চুড়ান্ত পর্বে প্রতিযোগতিার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ইসরাত তাবাস্সুম, দ্বিতীয় স্থান অর্জন করেন হাসু দেওয়ান এবং তৃতীয় স্থান অর্জন করেন খগেশ্বর ত্রিপুরা।
অনুষ্ঠান শেশে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া কলেজের উপাধ্যক্ষ বিধান চন্দ্র বড়ুয়া উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠাে প্রধান অতিথির বক্তব্যে কলেজের উপাধ্যক্ষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর তরুণদের উৎসাহিত করেন এবং দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সাহসিকতার সাথে কাজ করার জন্য আহ্বান জানান।।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.