রাঙামাটিতে প্রাণিজ সেবা সপ্তাহ শুরু

Published: 25 Feb 2017   Saturday   

নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি,সুস্থ্য সবল মেধাবী জাতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে  শনিবার থেকে  পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে প্রাণিজ সেবা সপ্তাহ ।

 

জেলা প্রাণী সম্পদ কার্যালয় মিলনায়তনে সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায়  সভাপতিত্ব করেন জেলা প্রাণী সম্পদ  কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াৎ হোসেন। বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য জ্ঞাণ রঞ্জন চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোঃ আলমগীর, কৃষি ষম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রমনি কান্তি চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

পরে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে তিনদিন ব্যাপী প্রাণিজ সম্পদ মেলার উদ্বোধন করা হয়।

 

এর আগে সকালে  প্রানিজ সেবা  সপ্তাহ উপলক্ষে রাঙামাটি শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এসে শেষ হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত