নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি- সুস্থ সবল মেধাবী জাতি” এ প্রতিপাদ্যকে নিয়ে শনিবার প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বণার্ঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বরকল উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা।
উপজেলা ভেটেরিনারী ফিল্ড এসিষ্টেন্ট দীপন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভেটেরিনারী ফিল্ড এসিষ্টেন্ট সমীরণ মহাজন ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা। এসময় উপজেলা প্রাণি সম্পদ বিভাগের মাইকেল খীসা (কৃত্রিম প্রজনন) কম্পিউটার অপারেটর কৃঞ্চা চাকমা চাথোয়াই মারমা সহ উপজেলার বিভিন্ন খামারী ও বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.