রাঙামাটিতে বইয়ের সঙ্গে শুরু তিন দিন ব্যাপী ল্যাপটপ মেলা শুরু

Published: 25 Feb 2017   Saturday   

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বইমেলার সঙ্গে শুরু হয়েছে শুক্রবার থেকে তিন দিনব্যাপী ল্যাপটপ ও মোবাইল মেলা শুরু হয়েছে।

 

জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গঁণে আয়োজিত মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী। আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির তথ্য ও গণযোগাযোগ বিভাগের প্রধান আবু সাদাত। স্বাগত বক্তব্য রাখেন, বিআইডিডি আইসিটি প্রকল্পের চেয়ারম্যান সুব্রত রাহা।

 

মেলায় বিভিন্ন মডেল ও কোম্পানির ল্যাপটপ প্রদর্শন ও বিক্রয় ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় লটারির পুরস্কার বিতরণী।

 

উল্লেখ্য, ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির সৌজন্যে বিআইডিডি আইসিটি প্রকল্প ও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে  এ আয়োজিত মেলার উদ্বোধন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত