রাঙামাটিতে ঝরাজীর্ণ বিদ্যালয়কে পাকা ভবন করে জেলা পরিষদের কাছে হস্তান্তর

Published: 23 Feb 2017   Thursday   
no

no

রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম বাক ছড়ি গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝরাজীর্ণ ভবনের পাকা ভবন করে দিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করেছে একটি  বেসরকারী উন্নয়ন সংস্থা।

 

উল্লেখ্য,  বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানিবক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেনের অর্থায়নে ২০১৬ সালেন নভেম্বর ৬৮ লাখ টাকার ব্যয়ে বাক ছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঝরাজীর্ণ বেড়া ঘরের পাকা ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। নির্মাণ কাজ ৫ মাসের মধ্যে সম্পন্ন হয়।

 

রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে ভবন হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

 

এসময়  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৌশিক চাকমা, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শান্তি কুমার চাকমা প্রমুখ ।

 

অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সরকারের ন্যায় বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোও শিক্ষার উন্নয়নে এগিয়ে আসলে এ জেলা শিক্ষার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে এবং এ এলাকার উন্নয়ন ঘটবে। তিনি বলেন, শিক্ষিত জাতি দেশের সম্পদ। তাই শিক্ষিত জাতি গঠনে এই শিক্ষা বান্ধব সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

তিনি আরো বলেন, ইতোমধ্যে পার্বত্য তিন জেলায় ইউএনডিপি কর্তৃক পরিচালিত ২১০টি বিদ্যালয় জাতীয়করণের আওতায় নেওয়া হয়েছে। এছাড়া এ বছর থেকে বছরের প্রথম দিনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের জন্য তাদের স্ব স্ব আক্ষরিক ভাষায় পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এটি সম্ভব হয়েছে পার্বত্য জেলার মানুষের প্রতি বর্তমান সরকারের আন্তরিকতা আছে বলে। তিনি ভবিষ্যৎ প্রজন্মদের মানসম্মত শিক্ষা প্রদানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

  --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত