রাঙামাটিতে বাঙালী কোটা চালুর দাবিতে রাবিপ্রবি`র ভিসি কার্যালয় ঘেরাও কর্মসূচি,পুলিশী বাধা

Published: 23 Feb 2017   Thursday   

ভর্তি ও নিয়োগের কার্যক্রমে পার্বত্য বাঙ্গালীদের জন্য কোটা চালুর দাবিতে বৃহস্পতিতবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) ভিসি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদ।

 

পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে বৃস্পতিবার পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ  জেলা শাখার উদ্যোগে শহরের ভেদভেদীস্থ  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয় ঘেরাও চেষ্টা করে। এসময় পুলিশ বাধা দিলে ভিসি কার্যালয়ের গেইটের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে সংগঠনের ভারপ্রাপ্ত জেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আসাদ হোসেন প্রমুখ

 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পিছিয়ে পড়া পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেও এখানে পার্বত্য বাঙ্গালীরা বৈষম্যের শিকার হচ্ছে। ভর্তি ও নিয়োগে পাহাড়ীদের জন্য কোটা সংরক্ষন করা হলেও পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালীদের জন্য কোন কোটাসংরক্ষণ করা হয়নি।

 

বক্তারা পাহাড়ী কোটা বাতিল করে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের জন্য জনসংখ্যা অনুপাতে কোটা সংরক্ষনের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত