রাঙামাটিতে জেলা সমাজ সেবা কার্যালয়ের রোগীদের চিকিৎসার্থে চেক প্রদান

Published: 22 Feb 2017   Wednesday   

বুধবার রাঙামাটিতে জেলা সমাজ সেবা কার্যালয় থেকে ২০১৬-২০১৭অর্থ বছরের জেলার বিভিন্ন উপজেলার ৮জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড রোগীদের মাঝে ৫০হাজার টাকা করে ৪লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় সমাজসেবা বিভাগের আহ্বায়ক ও পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদের সদস্য সবির কুমার চাকমা, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, রাঙামাটি পৌর প্যানেল মেয়র জামাল উদ্দিন। অনুষ্ঠানে সমাজ সেবা বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উল্লেখ, জেলার সদর উপজেলার বন্ধুকভাঙ্গা ইউনিয়নের ডানে ত্রিপুরাছড়া গ্রামের শান্তি বিজয় চাকমা, জুরাছড়ি উপজেলার শিলছড়ি গ্রামের মেয়েরাম চাকমা, জুরাছড়ি সদরের নয়ন মালা চাকমা ও বনযোগীছড়ার কদম্বি চাকমা, লংগদু উপজেলার রনজিত গ্রামের নাগরিকা চাকমাকে ক্যান্সার রোগের চিকিৎস্বার্থে এবং সদর উপজেলা রিজার্ভবাজার শুটকিপট্টিী গ্রামের যতীন্দ্র লাল দত্ত ও জুরাছড়ি উপজেলার লাচি পাড়া গ্রামের প্রিয় কান্তি চাকমাকে স্ট্রোকে প্যারালাইজড ও জুরাছড়ি উপজেলার জনতা গ্রামের জ্যোতি চাকমাকে কিডনী রোগের চিকিৎস্বার্থে প্রতিজনকে ৫০হাজার টাকার চেক প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত