বুধবার রাঙামাটিতে রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন কর্তৃক বিভিন্ন পলিসি সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সিআরও-এর ডেপুটি ম্যানেজার নাজমুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ও জীবন বীমা কর্পোরেশন জেলা শাখার উন্নয়ন ম্যানেজার ইনচার্জ বিমল চাকমা বিশ্বনাথ।
জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, দেশে যে সকল বীমা প্রতিষ্ঠান রয়েছে তার চাইতে রাষ্ট্রের একমাত্র বীমা প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের অনেক সুযোগ সুবিধা রয়েছে। তিনি বলেন, অনেক বেসরকারী প্রতিষ্ঠান উন্নয়নের নামে এদেশের সাধারণ মানুষের সাথে প্রতারণা করায় মানুষ বীমা বা অর্থ জমা দেওয়ায় নিরুৎসাহিত হচ্ছে।
এজন্যে জীবন বীমা কর্পোরেশনের বিভিন্ন পলিসীর সুবিধার বিষয়গুলি তৃণমূল পর্যায়ে জনগণের মাঝে পৌঁছে দিতে পারলে এ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ জনগণ উপকৃত হবে এং বিভিন্ন স্কীমে বীমা করতে উৎসাহিত হবে।
তিনি এ বিষয়ে জীবন বীমা কর্পোরেশনের কর্মকর্তাদের আরও বেশি সক্রিয় হওয়ার পরামর্শ রাখেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.