রাঙামাটিতে প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সভা

Published: 22 Feb 2017   Wednesday   

বুধবার রাঙামাটিতে প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত এক সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এতে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায়  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা কমিটির আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সবির কুমার চাকমা, ত্রিদীপ কান্তি দাশ, চানমনি তংচঙ্গ্যা, থোয়াইচিং মারমা, সান্তনা চাকমা, মোঃ জানে আলম, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’সহ জেলার ১০টি উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। 

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন,জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সবচাইতে বড় প্রতিষ্ঠান। এ বিভাগে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও ৬শতের অধিক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ২ হাজার ৭শ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন।জেলার আগামী প্রজন্মকে সুশিক্ষিত করে তোলার দায়িত্ব এসকল শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারিদের উপর।

 

তিনি  আরো বলেন, শিক্ষক এবং কর্মকর্তাদের সরকারি বিধিবিধান মেনে কাজ করার  আহ্বান জানিয়ে বলেন, কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের কাজের মধ্যে সমন্বয়ের অভাব হলে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়।  তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বর্গা প্রথা রোধ করার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহ্বান রাখেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত