খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাত ১২টা ১মিনিটে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদের শ্রদ্ধা জানান।
এছাড়া পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াদিুজ্জামান, পুলিশ সুপার শেখ মো: মজিদ আলী ,প্রেস ক্লাব,সাংবাদিক ইউনিয়ন,জেলা আওয়ামীলীগের দুই গ্রুপ আলাদাভাবে ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খাগড়াছড়ির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদের শ্রদ্ধা জানান।
সকালে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে প্রভাত ফেরী ছাড়াও শহীদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া জেলার বিভিন্ন ৯ টি উপজেলা বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.