ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে পুষ্পস্তবক অর্পন করেছে পিসিপি

Published: 21 Feb 2017   Tuesday   

মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

 

পিসিপি’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রোনাল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারসহ চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে পিসিপি।

         

ঢাকায়  একুশে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে পিসিপি কেন্দ্রীয় কমিটি। এসময় পিসিপি‘র কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা ও কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুনীল ত্রিপুরার নেতৃত্বে ২০-৩০ জনের একটি টিম রাত ১টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যেমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

চট্টগ্রামে একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিসিপি‘র কেন্দ্রীয় সহ-সভাপতি বিপুল চাকমার নেতৃত্বে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন। এসময় গনতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা ও সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুকৃতি চাকমা, পিসিপি মহানগর শাখার সভাপতি পলাশ চাকমা , সাধারণ সম্পাদক জিকু চাকমাসহ প্রমুখ  উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পিসিপি’র নেতৃবৃন্দ।

 

বান্দরবানে বান্দরবান প্রেস ক্লাবের সামনে থেকে পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিল চাকমার নেতৃত্বে ২০-২৫ জনের একটি টিম র‌্যালির মাধ্যেমে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন। শহীদ মিনারে ফুল দেয়ার পরে ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

এছাড়া মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাগড়াছড়ি জেলা সদরসহ দীঘিনালা, মানিকছড়ি, রামগড়, মাটিরাঙ্গা, লক্ষ্মীছড়ি ও মহালছড়ি এবং রাঙামাটি জেলার কাউখালী ও নান্যাচর উপজেলায় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুুষ্পস্তবক অর্পণ করেছে জেলা উপজেলা শাখার পিসিপি’র নেতৃবৃন্দ।

 

প্রেস বার্তায় বলা হয়, ২০১০ সাল থেকে শহীদ মিনারে ফুল দেয়া থেকে বিরত  ছিল। কারণ সরকার এই দেশে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাদের নিজস্ব মাতৃভাষা দিয়ে ন্যুনতম শিক্ষা ব্যবস্থা চালু করেনি। এই বছর সরকার ৫টি জাতিসত্তার মাতৃভাষায় প্রাক-প্রাথমিক লেভেল পর্যন্ত চালু করেছে। তাই সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পিসিপি এ বছর থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছে।

 

যদিও কেবল ৫টি জাতিসত্তার মাতৃভাষায় ও প্রাক-প্রাথমিক লেভেল পর্যন্ত যথেষ্ট নয়। প্রেস বার্তায় পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুসহ পিসিপি‘র শিক্ষা সংক্রান্ত ৫ দফা পূর্ণ বাস্তবায়নের দাবি  জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত