পানছড়িতে জাবারাং কল্যাণ সমিতির বই পড়া উৎসবের আয়োজন

Published: 21 Feb 2017   Tuesday   

অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়ির পানছড়িতে বই পড়া উৎসবের আয়োজন করা হয়।


স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে পানছড়ি গণপাঠারে আয়োজিত পানছড়ি গণ পাঠাগারে সংস্থার রিড প্রকল্পের আওতায় বই পড়া উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অথিতি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদ হোসেন ছিদ্দিক। শুভ রজ্ঞন ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), সুজিত মিত্র চাকমা,ভারপ্রাপ্ত ইন্সট্রাক্টর মোহাম্মদ খলিলুর রহমান, ব্র্যাক পানছড়ি ব্যস্থাপক মহিনী চাকমা, ইপসার পানছড়ি ব্যবস্থাপক বিলাশ বড়–য়া। এসময় রিড প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানছড়ি জাবারাং-এর পানছড়ি উপজেলার টেকনিক্যাল অফিসার অনিল চাকমা।


অনুষ্ঠানে ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৩য় শ্রেণির ৪৫ জন শিক্ষার্থীদের অংশ গ্রহণ করে। এছাড়া ৪ টি প্রাথমিক বিদ্যালয়ের স্টল, জাবারাং, ব্রাক ও ইপসা ৩ টি বেসরকারি উন্নয়ন সংস্থার স্টল ও ১ টি কমিউনিটি লাইব্রেরীর অংশ গ্রহন করে।


অংশ গ্রহণকারী শিশুদের জন্য পড়া বিষয়ে ৬টি খেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রত্যেকটি খেলায় বিজয়ীদের মধ্যে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের ও অন্যান্য প্রতিযোগীদের জন্য শিক্ষা উপকরণ সান্তনা পুরস্কার প্রদান করা হয়।


অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তাগণ ২১ শে ফেব্রুয়ারীর তাৎপর্যসহ প্রাথমিক বিদ্যালয়ের সাথে রিড প্রকল্পের সাফল্য ও শিক্ষাথীদের পড়তে শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত