মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়ি পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রভাতফেরী ও আলোচনা সভা হয়েছে।
আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা। বক্তব্য রাখেন, লোগহাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, শিক্ষক বিমলেন্দু চাকমা, ইউপি সদস্য সাহেব আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বন্ধু কুমার চাকমা, মিলন মিয়া প্রমূখ।
এর আগে সকাল ৭টায় লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বরতটি প্রভাতফেরি লোগাং বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। প্রভাত ফেরির নেতৃত্ব দেন লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা ও লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা। এতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা অংশ গ্রহণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.