মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার খাগড়াছড়ির পানছড়িতে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে লোগাং ইউপির উদ্যোগে খেলাধুলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক। লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক, লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা, পানছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, ইউপি সদস্য মোঃ সাহেব আলী প্রমূখ।
উপজেলার ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি স্থানীয় ক্লাবকে ৯সেট ফুটবল ড্রেস ও ফুটবল, ১১সেট বলিবল ও ৬টি হেন্ডবল বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.