রামগড়ে কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে কতুকছড়িতে এইচডব্লিউএফের বিক্ষোভ সমাবেশ

Published: 19 Feb 2017   Sunday   

খাগড়াছড়ির রামগড়ে  পাহাড়ি  কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে রোববার রাঙামাটির কতুকছড়িতে   বিক্ষোভ-সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)।

 

হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি শাখার দপ্তর সম্পাদক বিমান্তি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় গেইটের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা।বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি নিকন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার আহব্বায়ক ধর্মশিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশন এর কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখা’র সভাপতি মন্টি চাকমা। এতে সংহতি জানিয়ে আরো বক্তব্য রাখেন, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি’র সাবেক সভাতি শান্তিপ্রভা চাকমা এবং ৪নং ঘিলাছড়ি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শান্তনা চাকমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দয়াসোনা চাকমা। 

 

এর আগে একটি মিছিল বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় গেইট  থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় স্কুল গেইটে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তারা  দাবী করে বলেন,  গেল বুধবার রামগড় উপজেলার সদর ইউনিয়নের ১৫ বছর বয়সী কিশোরী মেয়েকে খাগড়াবিল এলাকার হাসান(২৫) ও তার সহযোগীরা জোরপূর্বকভাবে পার্শ্ববতী জঙ্গলে ধরে নিয়ে হাত পা বেধে দুই রাত এক দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে শুক্রবার সকাল ৯ টার দিকে রুপাইছড়ি এলাকার জনৈক গ্রামবাসী কাজ করতে গেলে হাত পা বাধা অবস্থায় ঐ মেয়েটিকে দেখতে পায়। তিনি এ অবস্থায় মেয়েটিকে দেখে পরিবার ও এলাকাবাসীকে খবর দিলে পরিবার ও এলাকাবাসীর সহযোগীতায় মেয়েটিকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। এলাকায় ঘটনা জানাজানি হওয়ার পর মেয়েটি লোকলজ্জার ভয়ে ঘরের ভিতর বিষ পানে আত্মহত্যারও চেষ্টা করে।

 

সবাবেশ থেকে বক্তারা চিহ্নিত পাহাড়ি ত্রিপুরা কিশোরী ধর্ষণকারী ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত