রাঙামাটিতে রক্তিম একুশের আলপনা অংকনের আয়োজন

Published: 19 Feb 2017   Sunday   

রাঙামাটিতে ভাষা শহীদদের আতœত্যাগের স্মরণে রোববার রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য পর্যন্ত সড়কে আল্পনা অংকনের আয়োজন করা হয়।

 

আল্পনায় রক্তিম একুশ-এই শ্লোগানকে সামনে সংগঠন ইয়ুথ-এর উদ্যোগে আল্পনা অংকনের উদ্বোধন করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।এসময় ইয়ুথের আল্পনা রক্তিম একুশের আহবায়ক ইকবাল হোহেন, ছাত্রনেতা আবু সাদাৎ সায়েম প্রমুখ।

 

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ২১শে ফেব্রুয়ারী ভাষা শহীদদের আতœত্যাগের স্মরণে ‘‘আল্পনায় রক্তিম একুশ’’ ইয়ুথ সংগঠনের তরুণ-তুরুণীদের সড়কে সড়কে আল্পনা অংকন আয়োজন এটি একটি নিঃসন্দেহে একটি ভাল কাজ। বক্তারা সকলকে  একুশের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত