আইএসডির উদ্যোগে চাকমা ও মারমা ভাষা শিক্ষকদের নিয়োগপত্র ও সনদ বিতরণ

Published: 17 Feb 2017   Friday   

শুক্রবার রাঙামাটিতে  চাকমা ও মারমা ভাষার শিক্ষক নিয়োগপত্র ও সনদ বিতরণ করা হয়েছে।

 

বেসরকারি উন্নয়ন সংস্থা ইনিশ্যাটিভ ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (আইএসডি)’র উদ্যোগে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। সভাপতিত্ব করেন আইএসডির নির্বাহী পরিচালক প্রনব চাকমা।

 

আইএসডির নির্বাহী পরিচালক প্রনব চাকমা জানান, চাকমা ভাষার ৪৫ জন, মারমা ভাষার ৫ জন শিক্ষককে সনদ দেয়া হবে।এরমধ্যে রাঙামাটি সদর উপজেলায় ১৪ জন, লংগদু উপজেলায় ৭ জন, বাঘাইছড়িতে ৭ জন, বরকল উপজেলায় ৭ জন, নানিয়ারচরে ৮ জন, কাউখালীতে ৬ জন, জুরাছড়িতে ৩ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকমা ও মারমা ভাষার শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রাথমিকভাবে এসব শিক্ষকগণ অবৈতনিক  বা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত