রাঙামাটিসহ তিন পার্বত্য জেলার ১২১টি ইউনিয়নে গ্রাম আদালত যাচাইয়ের কাজ শীঘ্রই শুরু হচ্ছে

Published: 16 Feb 2017   Thursday   

বৃস্পতিবার রাঙামাটিতে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সম্প্রসারণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

                                                     

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক বলেছেন, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের ১শত ২১টি ইউনিয়নে গ্রাম আদালত সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শীঘ্রই শুরু করা হবে।

 

তিনি আরো জানান, ইউনিয়ন গ্রাম আদালত সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের পাশপাশি পার্বত্য এলাকায় বিদ্যমান প্রথাগত বিচার ব্যবস্থাকে আরো সুসংগঠিত করতে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে সভায় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ইকরামুল হক, পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় ছাড়াও তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ, হেডম্যান, কার্বারী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

 

সভায় জানানো হয়, জাতি সংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এই প্রকল্প বাস্তবায়ন সহায়তা হিসেবে ৩৭ কোটি ২৮ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। ২০১৯ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে। পার্বত্য অঞ্চলের চলমান উন্নয়নের অংশ হিসেবে সরকার প্রথাগত বিচার ব্যবস্থা আরো বেগবান করতে এবং গ্রাম আদালত কার্যক্রম সম্প্রসারনের উদযোগ নিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত