লামায় ১৮৬ জন নিবন্ধিত জেলে পেল পরিচয়পত্র

Published: 15 Feb 2017   Wednesday   

বুধবার লামার ১৮৬ জন নিবন্ধিত জেলের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।


লামা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নিবন্ধিত জেলেদের পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু-এর সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মোহাম্মদ জিয়া উদ্দিন। এসময় ইউপি চেয়ারম্যান, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, সরকার জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প হাতে নিয়েছেন। ফলে অবহেলিত জেলেদের ভাগ্য উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত