খাগড়াছড়ি জেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে নবগঠিত কমিটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে তালিকা করার অভিযোগ এনে বুধবার অনাস্থা প্রকাশ করেছেন খাগড়াছড়ি সদর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। তারা এ অনাস্থ প্রকাশ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ও আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, খাগড়াছড়ি সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা কমান্ডার মনিরুজ্জামান, সাবেক জেলা কমান্ডার মফিজুর রহমান ও মো: হানিফ।
সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে নব গঠিত কমিটির সভাপতিসহ অধিকাংশ সদস্য বিএনপি,জামায়াত ও হেফাজত ইসলামের সক্রিয় সদস্য। তারা অর্থের বিনিময়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে অমুক্তিযোদ্ধাদেরকে নতুন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই তালিকায় অর্ন্তভুক্তি করছে বলেও অভিযোগ করা হয়।
তারা অভিযোগ করেন, ভারতীয় তালিকায় আছেন, লাল মুক্তিবার্তায় তালিকাভুক্ত ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরও অভিযুক্ত বলে চিঠি দিয়ে নানাভাবে হয়রানী করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.