রাঙামাটিতে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জন্য জায়গা অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবীতে সোমবার মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে শহরের হ্যাচারী এলাকার ২৭ পাহাড়ী পরিবার।
সমাবেশে বক্তারা মডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নামে শহরের হ্যাচারী এলাকায় জমি অধিগ্রহন সিদ্ধান্ত অচিরেই বাতিল বাতিল না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন
জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আয়োজিত মানবন্ধনে চলাকালে প্রতিবাদ সমাবেশে হ্যাচারী এলাখা ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক ভূবনেশ্বর চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমএন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন রাঙামাটি পৌরসভার ৬নং ওয়ার্ড কমিশনার রবি মোহন চাকমা হ্যাচারী এলাকা ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব বিমল কান্তি চাকমা,মিঠু চাকমা দেব মোহন চাকমা,জ্ঞানময় চাকমা ও বিমল কান্তি চাকমা। মানববন্ধনে বিভিন্ন দাবী দাওয়া সম্বলিত পেষ্টুন ও প্লেকার্ড নিয়ে এলাকার নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমএন লারমা মোমোরিয়েল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা বলেন, জুম্মরা বারে বারে উচ্ছেদ হচ্ছে। উন্নয়নের নামে, কখনো মেডিকেল কলেজ, কখনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে উচ্ছেদ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সরকার। কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহলের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তথাকথিত উন্নয়নের নামে এই উচ্ছেদ প্রক্রিয়া চালানো হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের মানুষকে অবহেলা, বঞ্চনা ও ভূমি থেকে উচ্ছেদ না করতে সরকারের বিভিন্ন কর্মকর্তাদের অনুরোধ জানান। তিনি পার্বত্য চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া কথা উল্লেখ করে বলেন, এই চুক্তি এরশাদ সরকার, বিএনপি সরকার ও সর্বশেষ আওয়ামীলীগ সরকারের সাথে অনেক আলোচনা-পর্যালোচনা ও বিচার-বিশ্লেষণ করে সম্পাদিত হয়েছে।
রাঙামাটি পৌরসভার ৬নং ওয়ার্ড কমিশনার রবি মোহন চাকমা বলেন, হ্যাচারী এলাকাবাসী প্রতিক্ষণে প্রতিমূহুর্তে উচ্ছেদ আতঙ্কবোধ করছে। মেডিকেল কলেজ স্থাপনের নামে যাতে কাউকে উচ্ছেদ করা না হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি অনুরোধ জানান এবং এ উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে সদা সতর্ক থাকতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, হ্যাচারী এলাকায় ২৭ জুম্ম পরিবার সকলেই ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের ফলে উদ্বাস্তুর শিকার। ঐ সময় উদ্বাস্তু হওয়ার পর তারা স্ব স্ব ভূমি ছেড়ে রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় বসতি স্থাপন করেন। কিন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্বে পার্বত্য চট্টগ্রামে বিরাজিত রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তারা আবার উক্ত জায়গা-জমি থেকে বাস্তুচ্যুত হতে বাধ্য হন। ফলে ১৯৯০ দশকের শুরুর দিকে আভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে তারা এই পরিবারসমূহ উক্ত হ্যাচারী এলাকায় বসবাস শুরু করেন।
বক্তারা আরো বলেন, রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জন্য গত ৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের নির্দেশে জেলা প্রশাসনের কানুনগোসহ একদল কর্মকর্তা-কর্মচারী একদল সেনা ও পুলিশ সদস্যসহ হ্যাচারী এলাকায় গিয়ে বিনা নোটিশে একতরফাভাবে তাদের ২৭ পরিবারের জায়গা পরিমাপ করেন এবং অচিরেই এই ২৭ পরিবারকে উচ্ছেদ করা হবে বলে জানিয়ে দেন। এ জন্য তারা উদ্বেগ এবং আতংকে রয়েছেন।
-হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.