আগামী ৬ ও ৭ মার্চ তিন পার্বত্য জেলায় অবরোধ ডেকেছে বাঙালী ছাত্র পরিষদ

Published: 13 Feb 2017   Monday   

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা অনুপাতিক হারে ভর্তি এবং চাকুরী  ক্ষেত্রে বাঙালী কোটা চালুসহ বিভিন্ন দাবীতে সোমবার মানববন্ধন কর্মসূচি  ও সমাবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের উপদেষ্টা আলখাছ আল মামুন ভূইঁয়া,সম অধিকার এ্যাডভোকেট আবছার আলী, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের  কেন্দ্রীয় সাবেক সভাপতি মোঃ ইব্রাহীম, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের  সভাপতি সাব্বির আহমেদ,জেলা কমিটির সাধারন সম্পাদক  মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি  মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

 

সমাবেশে বক্তারা পার্বত্য অঞ্চলের শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বাঙ্গালীদের উপর বৈষম্য দূর করার আহবান জানিয়ে সংশোধীত পার্বত্য ভূমি কমিশন আইন বাতিল, খাগড়াছড়িতে বাঙালী ছাত্র পরিষদের নেতার উপর, হামলা, বাঙ্গালীসহ সকল ক্ষুদ্র সম্প্রদায়ের সমান সুযোগ সুবিধা প্রদানসহ আট দফা দাবীতে আগামী  ৬ ও ৭ মার্চ তিন পার্বত্য  জেলায় সড়ক অবরোধ এবং আগামী ২৩ ফেব্রুয়ারী  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র অফিস ঘেরাও, ১৯ ফেব্রুয়ারী স্মারকলিপি প্রদান এবং ২৮ ফেব্রুয়ারী বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির ঘোষনা  দেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত