প্রতিবন্ধীদের অধিকার হরণের অভিযোগে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন

Published: 12 Feb 2017   Sunday   

প্রতিবন্ধীদের অধিকার হরণের অভিযোগে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজ সেবা কর্মকর্তাকে অপসারণ দাবিতে রোববার খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন করেছে দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটি খাগড়াছড়ি শাখা।

 

খাগড়াছড়ি প্রেসক্লাবে আযোজিত সাংবাদিক সম্মেলনে দৃষ্টি প্রতিবন্ধী কল্যান সোসাইটির নেতৃবৃন্দ এ দাবি জানান।


সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যান সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান এমএম মোশারফ হোসেন, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, কোষাধ্যক্ষ রামেচু মারমা ও জাহানার বেগম।


নেতৃবন্দ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুরক্ষা ও অধিকার আদায়ের জন্য অত্যন্ত আন্তরিকতার সাথে প্রতিবন্ধী সুক্ষা আইন(২০১৩) করলেও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন মিয়া ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল জলিল প্রতিবন্ধীদের কোন ধরনের সহযোগিতা না করে তিরস্কারসহ নানাভাবে হয়রানি করছেন।

 

তারা আরো বলেন, গত বিজয় দিবসে রামগড় উপজেলায় সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী পূর্ণাবাসন মেলা করতে ইউএনও’র অনুমতি চাওয়া হয়। কিন্তু তিনি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুমতি না দিয়ে উল্টো আমাদের তিরোস্কার ও বঞ্চনা করেন। বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হলেও তিনিও তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। প্রতিবন্ধীদের মূল¯্রােতধারায় আনতে বর্তমান সরকার আন্তরিক হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন মিয়া ও সমাজ সেবা কর্মকর্তা আব্দুল জলিল অসৌজন্যমূলক আচরণে তারা ব্যথিত। তারা উভয়কে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।

 

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নির্বাহী সদস্য জসিম উদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম ও ময়মনসিংহে এর আগে একই মেলা করেছে সংগঠনটি। মেলায় প্রতিবন্ধীদের তৈরী হস্তশিল্প, কুটির শিল্প ও প্রতিবন্ধীদের সহায়তায় তহবিল গঠনের র‌্যাফেল ড্র করা হয়। পাশাপাশি প্রতিবন্ধীদের বিভিন্ন প্রতিভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত