রাঙামাটি পাবলিক কলেজের ভবন নির্মাণের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

Published: 12 Feb 2017   Sunday   

রাঙামাটি পাবলিক কলেজের একাডেমিক ভবন দ্রুত নির্মাণের দাবীতে রোবববার মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।


জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন। মানবন্ধরন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধূরী, রাঙামাটি চেম্বার অফ কর্মাসের চেয়ারম্যান মো. বেলায়ত হোসেন,প্রভাষক আদনান হোসেন সুজা,সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা, মনিরুজ্জামান মহসীন রানা ও তাছাদ্দিক হোসেন বাপ্পা প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, কলেজের নামে বন্দোবস্তকৃত তিন একর ভূমিতে ২০১৪ সালের ২১ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হলেও কাজের ধীর গতির কারণে নির্মাণ কাজ এখনো সম্পন্ন হয়নি। ফলে কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা অসম্বভ হয়ে পড়েছে।


বক্তারা স্থবির অবস্থায় থাকা কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ সমাপ্ত করার পদক্ষেপ গ্রহণ করতে দ্রুত স্থায়ী ক্যাম্পাস স্থানান্তরের উদ্যোগের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত