জঙ্গীবাদ ও মাদককে যে কোনভাবেই হোক নির্মূল করতে হবে -আইজিপি

Published: 10 Feb 2017   Friday   

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক জঙ্গীবাদ ও মাদককে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে বলেছেন, জঙ্গীবাদ ও মাদককে যে কোনভাবেই হোক নির্মূল করতে হবে। পুলিশ বা প্রশাসন একার পক্ষে এটা সম্ভব নয়। সকলকে একযোগে সক্রিয় সহযোগিতা করতে হবে।

 

তিনি আরো বলেন, মাদক বিক্রেতা বা সন্ত্রাসী সে যত বড়ই শক্তিশালীই হোক না কেন আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কুন্ঠাবোধ করবো না। আগামী তিন মাসের মধ্যেই খাগড়াছড়িকে মাদকমুক্ত ঘোষনা করতে আহবান জানান।


শুক্রবার বিকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।


পুলিশ সুপার মো: মজিদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পুলিশের ডিআইজি সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। এর আগে কমিউনিটি পুলিশ সমাবেশ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

 

দুপুরে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক জেলার মহালছড়িতে এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ উদ্বোধন করেন। শনিবার সকালে পুলিশ কমান্ডো কোর্স উদ্বোধন করার কথা রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত