৮ দফা দাবীতে খাগড়াছড়িতে বাঙালী ছাত্র পরিষদের সংবাদ সম্মেলন

Published: 09 Feb 2017   Thursday   

চাঁদার দাবীতে গাড়ীতে গুলি বর্ষন-অগ্নিসংযোগ, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে আদিবাসী শব্দের ব্যবহারহ ৮ দফা দাবীতে বৃহষ্পতিবার খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

 

খাগড়াছড়ি প্রেস ক্লাব হল রুমে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার সহসভাপতি মাইন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান মোঃ আলকাছ আল মামুন ভূইয়া, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার যুগ্ন সম্পাদক জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

 

সংবাদ সম্মেলন থেকে বক্তারা গুলিবর্ষন-অগ্নিসংযোগ, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র আদিবাসী শব্দের ব্যবহারের তীব্র নিন্দা জানান। পাশাপাশি ইউপিডিএফ ও জেএসএস’র কর্মকান্ড বন্ধসহ ৮দফা দাবী পেশ করা হয়।

 

এদিকে দাবী আদায়ের লক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচী পালন করার কথা জানান বাঙ্গালী ছাত্র পরিষদ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত