জমি জবর দখল,আত্নসাৎ ও মিথ্যা সংবাদ পরিবেশন এবং হয়রানির প্রতিবাদে বুধবার সাংবাদিক সম্মেলন কেেরছেন লামা প্রেস ক্লাবের সাবেক সভাপতির পরিবার। মরহুম মাওলানা আমিনুল হক আজাদের স্ত্রী মমতাজ বেগম ও ছেলে মোঃ আতাউল্লাহ ।
লামা শহরের কুটুমবাড়ী রেষ্টুরেন্টের কনভেনশন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আমিনুল হক আজাদের বড় ছেলে মোঃ আতাউল্লাহ । এসময় লামা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মরহুম মাওলানা আমিনুল হক আজাদের স্ত্রী মমতাজ বেগম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়,আমিনুল হক আজাদের নামীয় বাবার প্লট নং- ১০ সীট নং ১২,দাগ নং ২৩৯২,২৪১০,২৪৩৩, এই তিনটি দাগ মূলে ২৯৪ নং দরদরী মৌজায় ২৫.০০(পচিশ একর) ৩য় শ্রেণীর জমি জেলা প্রশাসক থেকে লিজ প্রাপ্ত হয়ে উক্ত জমিতে বাগান সৃজন করে ভোগ দখলে রয়েছে।
অপরদিকে আবুল হোসন ও তার দলের লোকজন লোভের বশবর্তী হয়ে অন্য এলাকার ভুয়া কাগজ পত্র প্রদর্শন করে এতিম পরিবারের ২৫.০০ একর ৩য় শ্রেনীর জমি জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মরহুম মাওলানা আমিনুল হক আজাদের বাসা লামা বাজার এলাকায় হওয়ায় দরদরী বৈক্ষমঝিরি এলাকায় রুপসিপাড়ার আবুল হোসেনের গংরা রাবার প্লটের সাথে বিরোধ দেখিয়ে বিভিন্ন সময় রাবার গাছসহ ভিবিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়।
এদিকে আবুল হোসনে মিথ্যা তথ্য দিয়ে রাবার প্লট বাতিল করে এতিম অসহায় পরিবারের বাগান ও জমি আত্নসাতের উদ্দ্যেশে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। আবেদনে আবুল হোসনে উক্ত রাবার প্লটে মসজিদ, মাদ্রাসার জমি রয়েছে বলে উল্লেখ করলেও বাস্তবে ১০ নং রাবার প্লটের আশেপাশে কোন প্রতিষ্ঠান নেই।
উল্লেখ্য আবুল হোসনের নামে রাবার প্লট থেকে গাছ চুরির অভিযোগে লামা জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর- ১৩/১৭ মামলা চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.